বাবা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক এবং মেয়ে উপজেলার সেরা শিক্ষার্থী। এমন রেকর্ড করেছেন শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক মো. নজরুল ইসলাম এবং তার মেয়ে বর্তমানে ৬ষ্ঠ শ্রেনীর পড়–য়া তাসনিয়া তাহিরা লামিয়া।
নজরুল ইসলাম ঝিনাইগাতি উপজেলার জোলগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে শিক্ষকতা করছেন। তিনি এবার উপজেলার সেরা শিক্ষক হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি উপজেলার সর্বত্র একজন শিক্ষানুরাগি শিক্ষক হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন।
অপরদিকে তার মেয়ে তাসনিয়া তাহিরা লামিয়া উপজেলার ঘাঘড়া দক্ষিন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৭ সালে প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় উপজেলার সর্বচ্চ নাম্বার ৫৭৯ পেয়ে সেরা শিক্ষার্থীর সম্মান অর্জন করেছে। একই সাথে সে ট্যানেলপুলে বৃত্তি পেয়েছে। বর্তমানে সে উপজেলার তিনআনী মাইলস্টোন পাবলিক স্কুলে ৬ষ্ঠ শ্রেনীতে অধ্যায়ন করছে।
তার স্ত্রী লতিফা ইয়াসমিন একই উপজেলার বনগাঁও উচ্চ বিদ্যালয়ে সহাকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা করছেন। ব্যাক্তি জীবনে তিনি ২ কন্যা সন্তানের জনক।