ভারত সীমান্ত ঘেঁষা শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গারো পাহাড়ে গড়ে তোলা বেসরকারী চা কোম্পানী ‘গারো হিলস্ টি’ এর নার্সারিতে তান্ডব চালিয়েছে একদল বন্যহাতি। গতকাল শুক্রবার রাত সাড়ে দশটার দিকে কাংশা ইউনিয়নের হালচাটি এলাকায় চা গাছের ২ লাখ চারা নিয়ে গড়ে তোলা নার্সারিতে এ তান্ডব চলে।
কোম্পানী সূত্র জানায়, রাত সাড়ে দশটার দিকে হালচাটি এলাকার গারো পাহাড়ে ২০-২৫টি বন্যহাতির একটি দল খাদ্যের সন্ধানে তান্ডব চালায়। এসময় ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ চলে যায়। এতে বৈদ্যুতিক আলো না থাকায় বন্যহাতি গুলো ‘গারো হিলস্ টি’ কোম্পানীর ২ লাখ চারা নিয়ে গড়ে তোলা নার্সারিতে ঢুকে পড়ে ও তান্ডব চালায়। তান্ডবে নার্সারির শেড ছাড়াও চা গাছের অসংখ্য চারা হাতির পায়ে পিষ্ট হয়ে বিনষ্ট হয়।
কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসাইন ফনিক্স বিষয়টি নিশ্চিত করে বলেন, তার চা বাগানের নার্সারিতে বন্যহাতি তান্ডব চালিয়েছে তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তার নিরুপণ করা হয়নি।