দেশে জ্বালানি তেলের (ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল) দাম বাড়ানোর প্রতিবাদে শেরপুরে মশাল হাতে বিক্ষোভ করেছে গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন যুব অধিকার পরিষদ, শেরপুর জেলা শাখা। ৬ আগস্ট শনিবার রাতে সাড়ে ৮টায় ওই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে বিক্ষোভকারীরা তেলের দাম কমানোর দাবিতে স্লোগান দেন। মশাল হাতে মিছিলটি খোয়ারপাড় শাপলাচত্বর এলাকা থেকে শুরু হয়ে সজবরখিলা এলাকা ঘুরে একই জায়গায় গিয়ে শেষ হয়।
মশাল মিছিলে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সা্ধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মেহেদি, সংগঠনের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মাসুদ, গণ অধিকার পেশাজীবী সংগঠনের আহবায়ক শহিদুল ইসলামসহ প্রায় অর্ধশত নেতা-কর্মী অংশ নেন।
যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সা্ধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মেহেদি বলেন, তেলের দাম বাড়ানোর কারণে এখন পরিবহণ খাতের ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাবে। এতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ অবস্থায় পড়ে যাবে। তাই আমরা জ্বালানি তেলের দাম বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে দ্রুত সময়ের মধ্যে তেলের দাম কমানোর দাবি করছি। এদিকে, শুক্রবার রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানায় ছাত্র অধিকার পরিষদ। সংগঠনটির নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মশাল মিছিল করে।