
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার শ্রেষ্ঠ জয়িতা পদক অর্জনের পর এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়ে চমক দিলেন শিক্ষিকা নাজমুন নাহার। তিনি উপজেলার কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে হিসেবে কর্মরত আছেন। রোববার (২২ ডিসেম্বর) বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের তালিকা প্রকাশ করে শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
সূত্রে জানা গেছে, নাজমুন নাহার দক্ষতার সাথে দশ বছরের অধিক শিক্ষকতা পেশায় জড়িত। একাধারে তিনি ট্রেইনার, সাংস্কৃতিককর্মী, উপস্থাপক, লেখক, সমাজকর্মী ও নারী উদ্যোগক্তা।
শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে সম্প্রতি নালিতাবাড়ী উপজেলা পর্যায়ে জয়িতা পুরষ্কার পান। এবার তিনি শেরপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হলেন।