You dont have javascript enabled! Please download Google Chrome!

জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি।

শেরপুর জেলা প্রশাসক বেগম আনার কলি মাহবুবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ছারওয়ার জাহান, সিভিল সার্জন ডাঃ মোঃ রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, এনএসআই’র উপ-পরিচালক হাবিবুর রহমান, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, জেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার খালিদ বিন নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলামসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হুইপ আতিউর রহমান আতিক এমপি বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকাসহ শহরের যানজট নিরসনে কার্যকর পদকেষপ গ্রহণের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সেইসাথে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন ও ঈদুল আযহা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর গুরুত্বরোপ করেন। এর আগে শোকের মাস আগস্ট স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!