জামালপুর-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা মাহবুবুল হাসানের মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। একই সঙ্গে এ আসনের আরও দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
রোববার (৩ ডিসেম্বর) দুপুরে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক শফিউর রহমান তার মনোনয়ন বাতিলের ঘোষণা দেন।
জানা যায়, মাহবুবুল হাসান দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। নির্বাচনে অংশ নেওয়ায় দেল থেকে বহিষ্কার করা হয় তাকে।
রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়, এক শতাংশ ভোটের তালিকাতে ত্রুটি থাকায় মাহবুবুল হাসানের মনোনয়ন বাতিল করা হয়েছে।
এছাড়া এই আসনের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক ও তৃণমূল বিএনপির গোলাম মোস্তফার মনোনয়নও বাতিল করা হয়েছে।
অন্যদিকে, জামালপুর-২ আসনে জিয়াউল হক জিয়া (স্বতন্ত্র), আব্দুল হালিম মন্ডল (জাকের পার্টি), এসএম শাহিনুজ্জামান (স্বতন্ত্র) ও শাহজাহান আলী মন্ডল (স্বতন্ত্র)।
এ বিষয়ে মো. মাহবুবুল হাসান বলেন, আমি আপিল করবো। এ আসনে যে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, তার মধ্যে দেওয়ানগঞ্জ উপজেলা থেকে আমিই একমাত্র প্রার্থী। তাই জয়ের ব্যাপারে আমি আশাবাদী।
জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, স্বতন্ত্র প্রার্থীর দাখিল করা এক শতাংশ ভোটের তালিকায় ত্রুটি, জাকের পার্টি এবং তৃণমূল বিএনপির স্বাক্ষর ও কাগজপত্র অসম্পন্ন থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।