You dont have javascript enabled! Please download Google Chrome!

জামালপুরে বাল্য বিবাহ দূরীকরণে মতবিনিময় সভা

জামালপুরে বাল্য বিবাহ দূরীকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে ইউনিসেফের আয়োজনে মতবিনিমিয় সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট কবীর উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ কবীর। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সিভিল সার্জন গৌতম রায়, পৌর মেয়র মির্জা সাখাওতুল আলম মনি সহ আরো অনেকে।

এ সময় বক্তারা বাল্য বিবাহ প্রতিরোধে সকলের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অল্প বয়সে বিয়ের কুফল সম্পর্কে সকলকে অবহিত করার জন্য আহ্বান জানান। মতবিনিময় সভায় সুশিল সমাজের প্রতিনিধি,কাজী, সাংবাদিকসহ বিভিন্ন এনজিও ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!