জামালপুরে নার্সিং ইনস্টিটিউটে ৩০ জনসহ মোট ৩৯ জন শনাক্ত। এদিকে জেলায় প্রতিদিনই করোনা সংক্রমণ শনাক্তের সংখ্যা বেড়েই চলেছে। ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনা ভাইরাস ১০ শতাংশ থেকে বেড়ে শতকরা হার ১৭.৯৭ হয়েছে।
গত মঙ্গলবারের তুলনায় বুধবার (১৯ জানুয়ারি) ৭.৯৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহের চেয়ে একদিনে সবোর্চ্চ শনাক্ত হয়েছে। এদিকে নতুন করে একদিনে ৩৯ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।
বুধবার দিবাগত রাতে এই তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস।
জামালপুর, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ল্যাবে এবং রেপিড এন্টিজেনে ২১৭টি নমুনা পরীক্ষায় নার্সিং ইনস্টিটিউটের ৩০ জনসহ ৩৯ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে সদরে ৭, মেলান্দহে ১ নার্সিং ইনস্টিটিউটের ৩০ জন ভর্তি হয়েছেন।
জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৩১১জন, মোট সুস্থ ৫১৩৯জন, মোট মৃত্যু ৯৫জন। রেফার্ড ৪১জন।