বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে শেরপুর জেলা ছাত্রলীগ।
বুধবার (১৪ আগস্ট) সকালে শেরপুর পৌরশহরের বঙ্গবন্ধু চত্বরে প্রধান অতিথি হিসেবে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি।
জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিলের সভাপতিত্বে এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সেন্ট্রাল কাউন্সিলর ও হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অপি।
এ সময় বক্তারা বলেন, শোকের মাসে রক্তদানের মত ত্যাগের নিদর্শন প্রশংসার দাবি রাখে। মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করা ও বঙ্গবন্ধুর আদর্শে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষেই আমাদের এই কর্মসূচির আয়োজন।
কর্মসূচিতে জেলা আ’লীগ, জেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।