“আইন মেনে চলব, নিরাপদ সড়ক গড়বো” প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবসে শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পৃথক পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় শেরপুরের নকলায় ঢাকা-শেরপুর মহাসড়কে নকলা পাইলট উচ্চ বিদ্যালয়, নকলা শাহরিয়া ফাজিল মাদরাসা, গণপদ্দী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন, মমিনাকান্দা আল-আমিন দাখিল মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, প্রাথমিক শিক্ষা অফিসার তৌফিকুল ইসলামসহ প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।