You dont have javascript enabled! Please download Google Chrome!

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে জেনেভা গেছেন নালিতাবাড়ীর সোহেল হাজং

জাতিসংঘের এক্সপার্ট ম্যাকানিজম অন দি রাইটস অব ইন্ডিজেনাস পিপলস (এমরিপ)-এর ১১ তম অধিবেশনে যোগ দিতে গত ৭ জুলাই সুইজারল্যাডের জেনেভা পৌঁছে গেছেন শেরপুরের নালিতাবাড়ীর সোহেল হাজং ।  তিনি বাংলাদেশের আদিবাসী ডেলিগেট হিসেবে এবার জাতিসংঘের ভলান্টারি ফান্ড-এর আমন্ত্রণে এ অধিবেশনে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।  জানা যায়, তিনি ৯-১৩ তারিখে চলাকালীন জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের একমাত্র আদিবাসী প্রতিনিধি হিসেবে এবার বক্তব্য রাখবেন এবং টেকসই উন্নয়ন বিষয়ে একটি সাইট ইভেন্টেও বিশেষ আলোচক হিসেবে আলোচনা করবেন।  উল্লেখ্য যে, মি. সোহেল হাজং শেরপুর জেলার নালিতাবাড়ী থানার দাওয়াকুড়া গ্রামের বাসিন্দা।   তিনি গতবছর অস্ট্রেলিয়া থেকে দুই বছরের একটি উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশে ফিরেছেন।
শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!