বঙ্গবন্ধু বিপিএলের জাকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রস্তুত হচ্ছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। আয়োজনের উদ্দেশে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোনা যাচ্ছে, এতে উপস্থিত থাকতে পারেন বলিউড জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘আমরা বঙ্গবন্ধু বিপিএলের যে উদ্বোধনী অনুষ্ঠান হবে সেটার দিনক্ষণ ৮ তারিখ নির্ধারণ করেছি। আশা করছি প্রধানমন্ত্রী এতে উপস্থিত থাকবেন।’
তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। বিদেশি শিল্পীদের সমন্বয়ে একটি আকর্ষণীয় অনুষ্ঠান আয়োজন করতে পারব বলে আশা করছি।’
শোনা যাচ্ছে, বিদেশি শিল্পীদের মধ্যে বলিউডের সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। তবে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের অনেকের সঙ্গে কথা হচ্ছে। আমি নির্দিষ্ট করে কিছু বলতে চাচ্ছি না। এটা বিপিএল গভর্নর কমিটি চূড়ান্ত করবে। অনেকের সঙ্গে কথা হয়েছে, চূড়ান্তও হয়েছে। বিষয়টি কমিটি চূড়ান্ত করলেই জানাতে পারব।’