প্রথম ম্যাচেই চেলসির মত বড় দলের মুখোমুখি হতে হয়েছিলো ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক জায়ান্ট লিভারপুলকে। যে কারণে ওই ম্যাচটিতে জয় পায়নি লিভারপুল-চেলসির কেউই। ড্র হয়েছিলো ১-১ গোলে। দ্বিতীয় ম্যাচে অপেক্ষাকৃত কম শক্তিশালীর এফসি বোর্নমাউথকে পেয়ে মৌসুমের প্রথম জয় তুলে নিলো ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
ঘরের মাঠ অ্যানফিল্ডে বোর্নমাউথকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে অলরেডরা। তবে, জিতলেও দুটি বড় ধাক্কা খেতে হয়েছে লিভারপুলকে। প্রথমত ঘরের মাঠে ম্যাচের একেবারে শুরুতেই গোল হজম করতে হয়েছিলো তাদের।
দ্বিতীয়ত ম্যাচের ৫৮তম মিনিটেই লাল কার্ড দেখে বহিস্কার হন আর্জেন্টাইন তারকা অ্যালেক্সি ম্যাক্স অ্যালিস্টার। ফলে ১০ জনের দলে পরিণত হয় লিভারপুল।
প্রথমে পিছিয়ে পড়া এবং এরপর ১০ জনের দলে পরিণত হয়েও লিভারপুলের জয়ের ক্ষুদা কমাতে পারেনি বোর্নমাউথ। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে মোহাম্মদ সালাহরা।
ম্যাচের ৩য় মিনিটেই পিছিয়ে পড়ে লিভারপুল। অ্যান্তোনি সেমেনিও গোল করে এগিয়ে দেন বোর্নমাউথকে। সমতায় ফিরতে ম্যাচের আধাঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে অলরেডদের। ২৮তম মিনিটে লুইজ দিয়াজের গোলে সমতায় ফেরে লিভারপুল। এরপর ৩৬তম মিনিটে গোল করেন মোহাম্মদ সালাহ।
১০ জনের দলে পরিণত হওয়ার পরও ৬২তম মিনিটে গোল করেন দিয়েগো জোতা। ম্যাচের বাকি সময়ে আর গোল না হলেও লিভারপুলের বড় জয় থামাতে পারেনি বোর্নমাউথের ফুটবলাররা।