টাইমস ডেস্ক : বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শেরপুরে সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জেলা ছাত্রলীগ এর আয়োজনে ১৬ জানুয়ারি সোমবার শেরপুর সরকারি কলেজ মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু প্রধান অতিথি ও সাবেক ভিপি উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েজিদ হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নাজমুল ইসলাম সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক ছাত্রলীগ সভাপতি তাপস সাহা, অধ্যাপক শিব শংকর কারুয়া প্রমুখ বক্তব্য রাখেন।
জেলা ছাত্রলীগ আয়োজিত এ প্রতিযাগিতার তিনটি ইভেন্ট রচনা, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরন করা হয়। প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।