চন্দ্রকোনা ডিগ্রি কলেজের রাস্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, সহকারি অধ্যাপক আলিমুল ইসলামের অবসর জনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের আয়োজনে মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে কলেজ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
ড: রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সমাজ কর্মবিভাগের প্রভাষক মতিউর রহমানের সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৯৯৪ সালে চন্দ্রকোনা ডিগ্রী কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন আলিমুল ইসলাম। এরপর থেকে বিভিন্ন সময়ে পদোন্নতি নিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে চাকুরী করেন। গেল বছরের ২০২০ সালের ফেব্রুয়ারিতে তাঁর চাকুরী জীবনের পরিসমাপ্তি ঘটান।