সুখন: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনার “সেবাকুঞ্জ” সংগঠনের পক্ষ থেকে প্রায় ১শ জন অসহায় দরিদ্র ও প্রতিবন্ধী পরিবারকে ভোগ্য পণ্য বিতরন করা হয়।
শুক্রবার সকালে এ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চন্দ্রকোনা ইউপি চেয়ারম্যান জনাব সাজু সাঈদ সিদ্দীকী ।
বিতরণ অনুষ্ঠানে ৯ নং চন্দ্রকোনা ইউপির চেয়ারম্যান জনাব সাজু সাঈদ সিদ্দীকীর সভাপতিত্বে ও সেবাকুঞ্জ সংগঠনের সভাপতি জনাব সম্রাট মিয়ার উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাষা সৈনিক শ্রী অশিত কুমার দেব।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন, সেবাকুঞ্জ সংগঠনের সহ-সভাপতি জনাব শাহেদুজ্জামান, সাধারণ সম্পাদক জাহিদ হাসান লিখন, সহ-সাধারন সম্পাদক সৌরভ, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন এবং স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীগন সহ সেবাকুঞ্জ সংগঠনের সকল সদস্য।