শেরপুরের শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারন সদস্যদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে গোশাইপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে দায়িত্ব গ্রহণ উপলক্ষে প্রথম সভা’র আহবান করা হয়। এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোশাইপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শাহাজামাল ইসলাম আশিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফিরোজ খান নুন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, আ’লীগ নেতা আমিরুল ইসলাম প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।
গোশাইপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শাহাজামাল ইসলাম আশিক বলেন, এই ইউনিয়নের ভোটাররা আমাকে নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করেছে। আমি নির্বাচনের আগে যেসব প্রতিশ্রæতি দিয়েছি তা যথাযথভাবে বাস্তবায়ন করবো। তিনি আরো বলেন, মাদক, জুয়া, বাল্যবিবাহ প্রতিরোধে সকল শ্রেণি পেশার লোকজনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল ইউপি সদস্যদের সাথে নিয়ে একটি জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠণ করবো।