গুজব প্রতিরোধে শিক্ষার্থী, শিক্ষক, কমিউনিটি পুলিশিং সদস্য, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে জেলা পুলিশের নাগরিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলার পাঁচটি থানাতে একই সময়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া ইসলামী মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরো, জেলা আইনজীবি সমিতির সভাপতি একেএম মোসাদ্দেক ফেরদৌসি, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, জেলা আ’লীগের সহ-সভাপতি ফকরুল মজিদ খোকন, প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিদ্দিক আহম্মেদ, শিক্ষা সচিব মাওলানা হযরত আলী, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফজলুল হক, আতিউর রহমান মডেল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সুরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা সম্প্রতি ভোলায় ঘটে যাওয়া সংিসতার তীব্র নিন্দা করে দোষীদের দ্রুত শাস্তি দাবী করেন এবং গুজবে কান না দিয়ে ঘটনার সত্যতা যাচাই করতে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহবান জানান।
এসময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।