শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের ক্ষুদ্র্র নৃ- গোষ্ঠীর জনসাধারণের মধ্যে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
মঙ্গলবার (১৩ ডিসে¤র^) বিকাল চারটার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকায় শতাধিক দুস্থ ও অসহায় শীতার্তদের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) শেরপুর জেলা সভাপতি সানজিদা হক মৌ।
এতে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভ‚ঁইয়ার সঞ্চালনায় বক্তব্য দেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ শেরপুর জেলার সভাপতি দেবাশীষ ভট্রাচার্য, উপজেলা ট্রাইবাল ওয়েলফেরার এসোসিয়েশনের চেয়ারম্যান মি. নবেশ খকসি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ঝিনাইগাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক জীবন চক্রবর্তী প্রমুখ।