শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে বন্যহাতির পায়ে পৃষ্ট হয়ে নুর ইসলাম (৬৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারী) বিকালে উপজেলার তাওয়াকোচা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক নুর ইসলাম উপজেলার গুরুচরনদুধনই গ্রামের মৃত শাহার উদ্দিনের ছেলে।
ওই গ্রামের আয়নাল হক জানান, কৃষক নুর ইসলাম প্রতিদিনের মতো সোমবার সকালে তার পালিত গুরুগুলো ঘাস ও লতাপাতা খাওয়ার জন্য গারো পাহাড়ে ছেড়ে দেন। বিকাল ৫টার দিকে তিনি গরু আনতে পাহাড়ে যান। কিন্তু পরে আর তিনি বাড়ি ফিরে আসেননি। রাত ৮ টার দিকে নুর ইসলামের আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশীরা নুর ইসলামের খুঁজে পাহাড়ে যান। পাহাড়ে খোঁজাখুঁজির একপর্যায়ে সেগুনের চালি নামকস্থানে কৃষক নুর ইসলামের মৃতদেহের সন্ধান পান। এই খবর পেয়ে ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধারের পর তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একইসাথে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।