শেরপুরে গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের নয়ানী বাজারস্থ গাঙচিল কার্যালয়ে এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, সাহিত্য আড্ডা ও হারিয়ে যাওয়া গ্রাম বাংলার পুঁথি পাঠের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর গাঙচিল সভাপতি, কবি ও সাংবাদিক রফিক মজিদ। সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলমের সঞ্চলনায় বক্তব্য রাখেন, ড. মোহাম্মদ আনিসুর রহমান আকন্দ, তথ্যানুসন্ধানী কবি জ্যোতি পোদ্দার, কবি মহিউদ্দিন বিন জুবাইদ প্রমূখ। আলোচনা সভা শেষে কেক কাটা হয়। পরে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পুঁথি পাঠ করেন কবি এমএইচ মুকুল।
এসময় কবি-সাহিত্যিকদের মধ্যে স্বরচিত কবিতা পাঠ এবং অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছড়াকার নুরুল ইসলাম নাযীফ, কবি আজাদ সরকার, হাসান শরাফত, আজাহারুল ইললাম টিটু, ওমর ফারুক, মকবুল হোসেন, মাহমুদ আরিফ, জিসান মাহমুদ, সাংবাদিক কাজি মাসুম ও মোহাইমিনুল ইসলাম হুমায়ুন প্রমুখ।