ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে কাউছার নামে এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাত ১০টার দিকে গফরগাঁও ইউনিয়নের মাহির খারুয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার নাম শান্ত। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, পূর্ব শত্রুতার জেরে এই হামলা হয়ে থাকতে পারে। এখনও কোনো অভিযোগ পায়নি। আশা করছি অভিযুক্ত কাউসারকে দ্রুত আটক করা যাবে।
ওসি আরও জানান, শান্ত ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। এছাড়াও তিনি স্থানীয়ভাবে ক্যাবল নেটওয়ার্ক (ডিশ) ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। ধারণা করা হচ্ছে ডিশ ব্যবসাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটতে পারে।
#ঢাকাটাইমস