ময়মনসিংহের গফরগাঁওয়ে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ ও বিশেষ দোয়ার আয়োজন করেছে উলামা সমিতি। রোববার (২১ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন স্থানে এ নামাজ অনুষ্ঠিত হয়।
উপজেলার পৌর শহরের ইমামবাড়ি মাঠ, টাংগাব ইউনিয়নের ইসমাঈল হাজি বালিকা দাখিল মাদরাসা মাঠ ও গফরগাঁও ইউনিয়নের আল্লামা আব্দুল আলীম আল হোসাইনি কমপ্লেক্স মাদরাসা মাঠে হাজার হাজার মুসল্লি নামাজে অংশ নেন।
দোয়া ও মোনাজাত করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোছাইন আসাদী ও উপজেলা উলামা সমিতির সভাপতি মাওলানা আজিজুর রহমান।
নামাজে অংশ নেওয়া মুসল্লি রুহুল আমিন জানান, প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে মাঠঘাট ও কৃষিজমি শুকিয়ে যাচ্ছে। তীব্র খরায় ফলস উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। এ জন্য আমরা নামাজ আদায় করি।
উপজেলার লংগাইর গ্রামের কৃষক আব্দুল কাইয়ুম বলেন, চাষাবাদ করে আমাদের পেট চলে। কিন্তু এবার বৃষ্টি না হওয়ায় জমি শুকিয়ে গেছে। কোনো কোনো জায়গায় বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। রোপা আমন ক্ষেত ফেটে যাচ্ছে। ধানের চারাগুলো রোদের তাপে পুড়ে যাচ্ছে। এখন চাষাবাদ করতে পারছি না। তাই আল্লাহর রহমতের জন্য এ নামাজ আদায় করা হয়।
এ বিষয়ে মাওলানা আনোয়ার হোছাইন আসাদী বলেন, বর্ষার মৌসুম শেষ। কিন্তু বৃষ্টি না হওয়ায় হাহাকার চলছে। কৃষকরা চাষাবাদ করতে পারছেন না। এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে এ নামাজ আদায় ও দোয়া মোনাজাত করা হয়।