You dont have javascript enabled! Please download Google Chrome!

গত চারদিনে ২৭ মামলায় শেরপুরে গ্রেফতার ১৩৮ জন

সামাজিক শান্তি শৃংখলা বজায় রাখার স্বার্থে অপরাধ দমনে শেরপুরে পুলিশের বিশেষ অভিযান চলছে। ময়মনসিংহ রেঞ্জের আওতায় ওই বিশেষ অভিযানের অংশ হিসেবে শেরপুরে ৪ দিনে সন্ত্রাস, মাদক ও জুয়াসহ বিভিন্ন মামলায় দাগী আসামীসহ গ্রেফতার হয়েছে ১৩৮ জন।

পুলিশ সূত্র জানায় , ২৫ এপ্রিল থেকে ময়মনসিংহ রেঞ্জের শেরপুরসহ ৪ জেলায় পুলিশের বিশেষ অভিযান চলছে। তারই অংশ হিসেবে শেরপুরে ২৬-২৭ এপ্রিল ৮ মামলায় ৫৪ জন, ২৮ এপ্রিল ১৪ মামলায় ৪৪ জন, ২৯ এপ্রিল ৫ মামলায় ৪০ জনসহ মোট ২৭ মামলায় ১৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম শেরপুর টাইমসকে জানান, অপরাধ দমনে ৪ দিনে জেলা পুলিশের বিশেষ অভিযানে রবিবার সকাল পর্যন্ত জেলায় ১৩৮ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ৩০ এপ্রিল পর্যন্ত ওই অভিযান চলবে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!