“গুজবে বিভ্রান্ত হবেন না আইন নিজের হাতে তুলে নিবেন না” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় করেছে। পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে এমন গুজব ছড়িয়ে দেশের মানুষদের বিভ্রান্ত করছে। এটা সম্পুর্ণ মিথা ও গুজব। এ উপলক্ষে বুধবার (২৪ জুলাই) দিনব্যাপি উপজেলার শ্রীবরদী এমএনবিপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শ্রীবরদী এপিপিআই শ্রীবরদী আইডিয়েল প্রিপারেটরি এন্ড হাই স্কুল ও টেংগরপাড়া উচ্চ বিদ্যালয়ে এ মত বিনিময় করা হয়েছে। এসময় শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, গুজবে বিভ্রান্ত হয়ে ছেলে ধরা বা গলাকাটা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না। কাউকে সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিবেন। আসুন আমরা সকলে সচেতন হই, গুজব ছড়ানো এবং গুজবে কান দেওয়া থেকে বিরত থাকি। ছেলে ধরা বিষয়টি সম্পুর্ণ গুজব। গুজব রটনাকারিদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ গুয়েন্দা দল অনুসন্ধান তৎপরতা শুরু করেছে। কাউকে সন্দেহ হলে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করবেন। এছাড়া, শ্রীবরদী থানা পুলিশ বিভিন্ন ইউনিয়নে মাইকিং করে জনগণকে সচেতন করছেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।