ময়মনসিংহের ফুলপুরে এক নারীকে গণধর্ষণের মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- ভিকটিমের সাবেক স্বামী মাসুদ রানা, তার বন্ধু জজ মিয়া (৩৭) ও আমিনুল ইসলাম (৩২)।
মামলা সূত্রে জানা যায়, ফুলপুর পৌরসভার দিউ গ্রামের মাসুদ রানা (৩০) তিন বছর আগে উপজেলার মাটিচাপুর গ্রামের এক মেয়েকে বিয়ে করেন। বিয়ের এক বছর পরই শিশুসন্তানকে রেখে স্ত্রীকে তালাক দেন তিনি।
এরপর ওই নারী ঢাকায় ঝিয়ের কাজ করে ছেলের জন্য প্রতি মাসে পাঁচ হাজার করে টাকা পাঠান। গত ১১ জুন মাসুদ রানা ছেলের অসুস্থতার খবর দিয়ে সাবেক স্ত্রীকে ফুলপুরে ডেকে আনেন। সেখানে আমুয়াকান্দার একটি বাসায় নিয়ে তিন বন্ধু মিলে তাকে ধর্ষণ করেন।
এ ঘটনায় ভিকটিম বৃহস্পতিবার থানায় একটি মামলা করেন।
ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।