মুজিববর্ষ উপলক্ষে শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজীরচর ইউনিয়ন হেল্পলাইনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়েছে। ৬ আগস্ট বৃহস্পতিবার বিকেলে লংগরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
খড়িয়াকাজীরচর ইউনিয়ন হেল্পলাইনের এডমিন মোঃ মিজানুর রহমান আপনের সভাপতিত্বে বৃক্ষরোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়িয়াকাজীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক দুলাল আল জাহান সরকার, রক্তসৈনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা মোঃ আল আমিন রাজু, এইচআর স্বপ্নযাত্রা ক্লাবের সভাপতি মোঃ মাঈনুল ইসলাম রাসেল, শেরপুর গ্র্যাজুয়েট ক্লাবের ক্রীড়া সম্পাদক আরিফ হাসান, ঢাকলহাটী রক্তসৈনিকের সভাপতি মোঃ রাজাদুল ইসলাম বাবু, শ্রীবরদী রক্তসৈনিকের সভাপতি মোঃ শান্ত, কেকেরচর ইউনিয়ন রক্তসৈনিকের সভাপতি হাসানুল ইসলাম শাওন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপজেলা চেয়ারম্যান খড়িয়াকাজীরচর ইউনিয়ন হেল্পলাইন সংগঠন তৈরির মাধ্যমে ইউনিয়নবাসীর পাশে দাঁড়ানো ও মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষ বিতরণ ও রোপনের মত মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগঠনের পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন।