জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শাস্তি হলে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
সাজা হলে খালেদা জিয়াকে কোথায় রাখা হবে- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি সাবেক প্রধানমন্ত্রী, জেল কোড অনুযায়ী যেভাবে তাকে রাখার নিয়ম আমরা ঠিক সেভাবেই তাকে রাখবো। রায় কী হবে তা আদালত জানেন। আমরা বলতে পারিনা। আদালত যেভাবে আদেশ দেবেন আমরা সেভাবেই রাখবো।’
নাশকতা মোকাবেলায় সরকারের প্রস্তুতি আছে কিনা- এ বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন যে সংস্থাগুলো আছে, অধিদপ্তর আছে, তারা সব সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকে।’
বৃহস্পতিবার খালেদা জিয়ার রায় ঘিরে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘রায়কে ঘিরে জ্বালাও পোড়াও হলে জনগণের জানমালের রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষীবাহিনী তা প্রতিহত করবে।’
খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ধরপাকড় চলছে কিনা এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সুনির্দিষ্ট কারণ ছাড়া কাউকে আটক কিংবা গ্রেপ্তার করা হচ্ছে না। যেমন: হাবিব-উন-নবী সোহেলকেও আটক করা হয়নি। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে খোঁজ নিয়ে দেখেছি, তারা তাকে আটক করেনি। তিনি নিজেই আত্মগোপনে থাকতে পারেন।’
এর আগে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, মঙ্গলবার ভোররাতে রাজধানীর মালিবাগ থেকে হাবিব-উন-নবী খান সোহেলকে আটক করা হয়েছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা অস্বীকার করছে।