নারী এশিয়া কাপ জয়ী বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অন্যতম সদস্য ও নবারুণের প্রাক্তন শিক্ষার্থী নিগার সুলতানা জ্যোতিকে নবারুণ শিক্ষা পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। নবারুণ ২০১৩ ব্যাচের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার নবারুণ পাবলিক স্কুল প্রাঙ্গণে পূণর্মিলনী উপলক্ষে আয়োজিত দোয়া ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয় ।
নবারুণ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আবুক কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবারুণ শিক্ষা পরিবারের পরিচালক আনোয়ারুল হাসান উৎপল।
প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মোস্তাক আহমেদের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন নবারুণ শিক্ষা পরিবারের উপপরিচালক তরুণ চক্রবর্তী, নবারুণ পাবলিক স্কুলের পরিচালক আক্তারুজ্জামান উজ্জ্বল, শিক্ষক তপন মজুমদার ও জাকির হোসেন প্রমূখ ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ‘১৩ ও ‘১৪ ব্যাচের পক্ষে হৃদয় হাসান সোহাগ ও মো. আবির হাসান । নবারুণ পাবলিক স্কুল ও বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস স্কুলের সব ব্যাচের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন ।