ভেঙে গেছে সম্পর্ক। ফুরিয়েছে কথা। মুখ দেখাদেখিও বন্ধ। কিন্তু ভিকি কৌশলের সঙ্গে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বিয়ের গুঞ্জন ঠিকই পৌঁছে গেছে অভিনেতার সাবেক প্রেমিকা হারলিন শেঠির কাছে। এ খবর শোনার পর তার প্রতিক্রিয়া কী?
হারলিনের এ ঘনিষ্ঠজনের দাবি, অতীত ভুলে এগিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। আপাতত নিজের কাজ নিয়ে ব্যস্ত তিনি। বন্ধুবান্ধবরা ভিকির সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক এবং বিয়ে নিয়ে আলোচনা করেন। কিন্তু এ বিষয় নিয়ে বেশি চর্চা করতে চায় না হারলিন। তার কথা, ‘আমাকে ওই দিকে ঠেলে দিও না।’
এদিকে বলিউডপাড়ায় গুঞ্জন, ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন ভিকি ও ক্যাটরিনা। রাজস্থানের বিলাসবহুল প্রাসাদে জীবনের নতুন অধ্যায় শুরু করবেন এই তারকা জুটি।
গুঞ্জন, ক্যাটরিনার কারণেই নাকি ভিকি-হারলিনের প্রেম নাকি ক্যাটরিনার জন্যই ভেঙেছিল। অনেকে আবার বলেন, ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’-এর সাফল্যই নাকি বদলে দিয়েছিল ভিকিকে। যদিও ভিকি-হারলিনের পথ আলাদা হওয়ার সঠিক কারণ এখনও অজানা।