কৃষি জমি রক্ষায় জমি থেকে বালু উত্তোলন পুরোপুরি বন্ধ করতে যথাযথ ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
সোমবার (১১ সেপ্টেম্বর) সংসদ ভবনে কমিটির ৩০তম বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম।
কমিটির সদস্য কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিন, মো. মামুনুর রশীদ কিরন, আনোয়ারুল আবেদীন খান, উম্মে কুলসুম স্মৃতি এবং হোসনে আরা বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সার্বিক বিষয় এবং গত সভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া কৃষি জমি বা চরের জমিতে চাষাবাদ নির্বিঘ্ন রাখতে জমির ওপর নির্মিত সোলার প্যানেলগুলো উঁচু করে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
কমিটি আগামী দুই থেকে তিন বছরের মধ্যে চরাঞ্চলে ভুট্টা, সূর্যমুখী ও সয়াবিনের উৎপাদন ব্যাপক হারে বাড়ানোর লক্ষ্যে পর্যাপ্ত অর্থ বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করে মন্ত্রণালয়কে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন- কৃষি মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানসহ কৃষি মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।