চাল আমদানি বন্ধ করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রোববার (১৯ মে) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে অর্থ মন্ত্রণালয়ের ইআরডি সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘দেশের কৃষকদের বাঁচাতে চাল আমদানি বন্ধ করা হবে। আমাদের কৃষককে বাঁচাতে হবে। আমরা সরকার থেকে যেটা করতে পারি, সেটা হলো, আমরা আমদানি বন্ধ করতে পারি। সরকারিভাবে আমরা এই কাজটি করব।’
তবে উৎপাদন না হলেও কৃষি যন্ত্রপাতি কিনে রাখা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘আমরা আগামীতে যে কাজটি করব, উৎপাদন হোক আর না হোক, আমরা সয়লাভ করে দেবো কৃষি যন্ত্রপাতির জন্য। কৃষি যন্ত্রপাতি আমরা নিয়ে এসে রেখে দেবো। যখন লাগবে তখন ব্যবহার করব।’
অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমরা যে কৃষি যন্ত্রপাতিগুলো দিই, সেগুলো নিতেও চায় না। আমরা অনেক ভর্তুকি দিয়ে দিতে চাই। জোর করে দেওয়া লাগে। সবাইকে অবহিত করতে হবে, যদি কৃষি যন্ত্রপাতি ব্যবহার করেন, তাহলে উৎপাদন বাড়বে। ব্যয়ও কমে যাবে। এই ব্যয় কমানোর জন্যও আমাদের ব্যবস্থা নিতে হবে।’