শেরপুরের নালিতাবাড়ীর বেগম রৌশন আরা একাডেমির শিক্ষার্থীরা কলাগাছের তৈরি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানালো। স্থায়ী শহীদ মিনার না থাকায় কলাগাছ দিয়ে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে আজ বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ওই শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানায় তারা।
এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও র্যালী স্থানীয় বারমারী বাজার প্রদক্ষিণ শেষে আলহাজ্ব আব্দুস সবুর মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভাষা শহীদদের স্মরণ করে নতুন প্রজন্মকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক সুরুজ্জামান, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মশিউর রহমান, সহকারী শিক্ষক আবুসঈদ, আবুবক্কর সিদ্দিক সজীব প্রমুখ।