করোনার প্রভাবে বিপর্যস্ত কর্মহীন মানুষদের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করেছে দ্বীনি মৈত্রী পরিষদ শেরপুর। করোনা সংকটে কর্মহীন হয়ে পরা মানুষদের সহায়তায় এ কার্যক্রম হাতে নেয় শেরপুরের তরুণ উদ্যোক্তাদের এই সংগঠন। প্রথমিক পর্যায়ে প্রায় একশত পরিবারকে এ কার্যক্রমের আওতায় আনা হয়। প্রতিটি পরিবারের মাঝে সাতশত টাকা সমমূল্যের ফুডপ্যাক বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার শহরের গৌরীপুরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব ফারুক আল মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া সিদ্দীকিয়া তেরাবাজার মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হাফেজ শাহীনূর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের প্রধান তত্বাবধায়ক মাওলানা আবুল হাশেম।
উদ্বোধনী বক্তব্যে ফারুক আল মাসুদ বলেন, “বর্তমান এই সংকটে যার যার অবস্থান থেকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসতে হবে। কারন প্রত্যেকের লেভেল অনুযায়ী তার সেক্রিফাইস আল্লাহর কাছে মূল্যায়িত হবে। তিনি তরুনদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সেবামূলক কার্যক্রমে আরো বেশী আত্মনিয়োগ করার জন্য তরুন সমাজের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন পরিষদের সহকারী তত্বাবধায়ক মাওলানা হুজায়ফা ইবনে ওমর, সহযোগী তত্বাবধায়ক হাফেজ ফুয়াদ আল হাসান,মুফতি শরীফুল ইসলাম,মুফতী লুৎফর রহমান,হাফেজ আবু হুরায়রা ও পরিষদের সাধারন সম্পাদক মাওলানা রাফছান চৌধুরী ওয়াছিম। কার্যকরী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মাওলানা মাসুম বিল্লাহ,মাওলানা মুরাদুর রহমান,মাওলানা মাহবুবুর রহমান,আশরাফুল ইসলাম, হাফেজ রাকিবুল হাসান,ফয়সাল আহমদ,হাফেজ পিয়াস আল মাহদী,হাফেজ সানুয়ার হোসেন,হাফেজ জাহিদ হাসান প্রমুখ।
উল্লেখ্য, পরস্পরে সম্প্রীতি সুদৃঢ় করণের পাশাপাশি আর্ত মানবতার সেবার লক্ষ্য নিয়ে ২০১৭ সালে প্রতিষ্ঠা পায় “দ্বীনি মৈত্রী পরিষদ শেরপুর” নামের তরুনদের এই সংগঠন।