বিশ্বকাপে প্রথমবারের মতো পেনাল্টি মিস করেছেন। আইসল্যান্ডের বিপক্ষে তার পেনাল্টি মিসেই আর্জেন্টিনা পায়নি কাঙ্ক্ষিত তিন পয়েন্ট। চারদিক থেকে দুয়োধ্বনি ছুটে আসছিল মেসির দিকে। সতীর্থরাও মেসির পাশে দাঁড়িয়েছেন। তাতেও দমেনি মানুষের সমালোচনা। এবার নিজের স্ত্রীকে পাশে পেলেন লিওনেল মেসি। জাতীয় দলের হয়ে কঠিন সময়ে মেসির পাশে এসে দাঁড়ালেন তিন সন্তানের মা আন্তনেল্লা রোকুজ্জো।
মেসির বাজে সময়টায় পাশে দাঁড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে রোকজ্জো পোস্ট করে বলেন, ‘সব সময়েই তোমার পাশে আছি, এখন আরো বেশি করে থাকবো।’
নিজের পরিবারের ছবি সম্বলিত লেখাটি পোস্ট করার পরে উত্তর পেতেও দেরি হয়নি রোকজ্জোর। মেসি সেই ছবির নিচে কমেন্ট করে বলেন, ‘সুন্দর! আমি তোমাকে ভালোবাসি।’
বিশ্বকাপে বাঁচামরার লড়াইয়ে ২১ তারিখ ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে এই ম্যাচ জিততেই হবে তাদের। দলের এমন বাজে সময়ে রোকজ্জোর এমন বার্তা ভালো টোটকা হিসেবে কাজ করবে মেসির কাছে।