নুরুল ইসলাম নাহিদ বলেন, অন্যান্য বছরের মতো এবারও সকালের পরীক্ষা ১০টা থেকে এবং বিকেলের পরীক্ষা ২টা থেকে শুরু হবে। পরীক্ষা চলাকালীন তিন ঘণ্টা বন্ধ থাকবে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে বিটিআরসিটি ও আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব।’ এর আগে এসএসসি পরীক্ষা শুরুর তিন দিন আগে থেকে সব পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখারও সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।