You dont have javascript enabled! Please download Google Chrome!

এসএসসি পরীক্ষা চলাকালে ফেসবুক-টুইটার বন্ধ থাকবে : শিক্ষামন্ত্রী

আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে ফেসবুক-টুইটারসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

নুরুল ইসলাম নাহিদ বলেন, অন্যান্য বছরের মতো এবারও সকালের পরীক্ষা ১০টা থেকে এবং বিকেলের পরীক্ষা ২টা থেকে শুরু হবে। পরীক্ষা চলাকালীন তিন ঘণ্টা বন্ধ থাকবে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে বিটিআরসিটি ও আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব।’ এর আগে এসএসসি পরীক্ষা শুরুর তিন দিন আগে থেকে সব পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখারও সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!