আগামী মাস থেকেই শ্রীলঙ্কায় শুরু হতে যাচ্ছে নারী এশিয়া কাপের নবম আসর। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।
রবিবার (২৩ জুন) এক বিবৃতিতে দলটি ঘোষণা করেন বিসিবির নারী উইংয়ের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন। যেখানে অধিনায়ক করা হয়েছে নিগার সুলতানা জ্যোতিকে।
দলটির বেশিরভাগ খেলোয়াড়ই পরিচিত মুখ। ভারতের বিপক্ষে গত ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন না অভিজ্ঞ পেসার জাহানারা আলম। মূলত গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৪৪ রান দিয়ে দল থেকে বাদ পড়েছিলেন তিনি। তবে দীর্ঘ এক বছর পর এশিয়া কাপের মাধ্যমে তিনি আবার দলে ফিরলেন। এছাড়াও, স্কোয়াডে নতুন দুই মুখ হিসেবে সুযোগ পেয়েছেন ইসমা তানজিম এবং সাবিকুন নাহার জেসমিন।
বাংলাদেশের স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, রুমানা আহমেদ, রিতু মনি, মারুফা আক্তার, জাহানারা আলম, রাবেয়া খাতুন, সুলতানা খাতুন, রুবায়া হায়দার, স্বর্ণা আক্তার, ইসমা তানজিম, এবং সাবিকুন নাহার জেসমিন।