এল ক্লাসিকোতে রাফিনহার নৈপুণ্যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা।
রোববার (২৪ জুলাই) লাস ভেগাসে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই চলেছে পাল্লা দিয়ে। প্রীতি ম্যাচ ছাপিয়ে দু’দলের ফুটবলারদেরই বেশ আক্রমণাত্মক দেখা গেছে। শরীরী ভাষাও ছিল বেশ আক্রমণাত্মক।
প্রথমার্ধের শেষ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রকে বাধা দেওয়ায় বিবাদে জড়ায় দু’দলের ফুটবলাররা। তবে তার আগে বার্সার হয়ে কাজের কাজটা করেন এ মৌসুমে জাভির ট্রাম কার্ড রাফিনহা।
দ্বিতীয়ার্ধেও পাল্লা দিয়ে লড়াই করেছে দু’দল। তবে বার্সার বিপক্ষে জোড়াল আক্রমণে আসতে পারেনি রিয়াল। উল্টো শেষ ১০ মিনিটে একের পর এক আক্রমণে রিয়ালের রক্ষণ কাঁপিয়েছে জাভির শিষ্যরা। মেম্ফিস ডিপে, উসমানে ডেম্বেলে, সার্জিনো ডেস্ট কাঁপিয়ে দিয়েছে রিয়ালের রক্ষণ।
তবে রিয়ালের ত্রাতা হয়ে গোলবার আগলে রেখেছিলেন থিবো কর্তোয়া। বার্সার নেওয়া একের পর এক শট প্রতিহত করেন এই তারকা। শেষ পর্যন্ত আর গোল না হলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জাভির দল।
এ ম্যাচে বার্সার জার্সিতে অভিষেক হয় পোলিশ তারকা রবার্ট লেভান্ডোভস্কির। তবে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। গুছিয়ে ওঠতে সময় লাগছে তার। এ ম্যাচে লেভার জার্সিতেও চমক দিয়েছে বার্সা। ৯ নম্বর জার্সির বিপরীতে লেভাকে দেখা গেছে ১২ নম্বর জার্সি গায়ে জড়াতে। আসন্ন মৌসুমে হয়ত এখন থেকে ১২ নম্বর জার্সিতেই দেখা যাবে তাকে।