সড়কে চলাচলকারী অটোরিকশায় বেআইনিভাবে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের সিলিন্ডার ব্যবহার করা নিয়ে সতর্কবার্তা প্রকাশ করেছে শেরপুর জেলা প্রশাসন । মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইচবুকে অটোরিকশায় যাত্রী পরিবহন কাজে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের সিলিন্ডার ব্যবহার নিয়ে সতর্কবার্তা প্রকাশ করে।
এর আগে বিষয়টি শেরপুর টাইমস ডটকমের নির্বাহী সম্পাদক প্রভাষক মহিউদ্দিন সোহেলের নজরে এলে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে ফেইচবুকে একটি পোষ্ট দেন। পরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সিএনজি ষ্টেশনে অভিযান চালান। এ বিষয়ে জেলা প্রশাসন, শেরপুরের সতর্কবার্তাটি শেরপুর টাইমসের পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হল ” অটোরিকশায় যাত্রী পরিবহন কাজে LPG গ্যাসের সিলিন্ডার ব্যবহার করা খুবই ঝুকিপূর্ণ ও বে আইনী। যে কোন সময় বিস্ফোরিত হয়ে অনেক বড় ক্ষতি হতে পারে। এ জাতীয় ঝুঁকিপূর্ণ যানবাহন পরিহার ও বয়কট করুন। শেরপুর জেলার স্থানীয় প্রশাসন ও থানা পুলিশকে তাৎক্ষণিকভাবে অবহিত করুন। আমাদের তথ্য দিয়ে সহায়তা করুন।