সারাদেশের ন্যায় শেরপুরে বাংলাদেশ এলডিসি থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উত্তরণ উপলক্ষে র্যালী উত্তর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ মার্চ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেশ ও জেলা বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের উপর ভিডিও প্রমান্য চিত্র প্রদর্শন করা হয়। এসময় জেলার বিভিন্ন স্তরের র্শীষ কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।