প্রথমবার হয়েছিলেন শাকিব খানের ‘প্রিয়তমা’। এরপর শোনা যায় তিনি শরীফুল রাজের নায়িকা হচ্ছেন। কিন্তু তার চূড়ান্ত খবর এখনও শোনা যায়নি। তারই মাঝে খবর এল, বাংলাদেশি নায়ক নিরব হোসেনের সঙ্গে জুটি বাঁধছেন ওপার বাংলার ইধিকা পাল।
মঙ্গলবার দুপুরে বাংলা চলচ্চিত্র সংশ্লিষ্ট ফেসবুক গ্রুপগুলোতে ছড়িয়ে পড়ে দুই দেশের দুই শিল্পীর হাস্যজ্জল একটি ছবি। ছবিটি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে এমন নানা গুঞ্জন।
ছবির সূত্র খুঁজতে গিয়ে জানা যায়, সম্প্রতি একটি কাজে বাংলাদেশের এসেছিলেন এই অভিনেত্রী। কাজ শেষে সোমবার রাতে রাতে গুলশানের একটি রেস্তোরাঁয় নিরব-ইধিকার তাদের আড্ডা হয়। সেই আড্ডার ফাঁকে তোলা একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন নিরব। সেখান থেকেই ভাইরাল হয়েছে ছবিটি।
তবে কি বিষয়ে আড্ডা বা কোন চমক আসছে? এসব নিয়ে অবশ্য নিরব এখনই কিছু খোলাসা করলেন না। ঢাকা টাইমসকে তিনি বলেন, ‘নতুন ছবিতে অভিনয় করা নিয়ে আপাতত কিছুই বলতে চাইছি না। তার সঙ্গে গুলশানের একটি রেস্তোরাঁয় বসেছিলাম। বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। সেসব আলাপের ফাঁকে ছবিটা তোলা। তবে সামনে কী হবে, এখনই বলতে চাচ্ছি না।’