কিংবদন্তি ফুটবলারের প্রয়ানে শোকে স্তব্ধ গোটা ফুটবল দুনিয়া। বিশ্ব ক্রীড়াঙ্গনকে কাঁদিয়ে অমর হয়ে ওঠা ‘পেলে’ ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে শেষ পর্যন্ত পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন।
পেলে আর নেই, তবে রয়ে গেছে তার সুদীর্ঘ সাফল্যের তালিকা। যে সাফল্যগাথা আজীবন লেখা থাকবে বিশ্ব ফুটবলের সোনালী ডায়েরিতে। মাত্র ১৫ বছর বয়সে ব্রাজিলের ক্লাব সান্তোসের জার্সিতে ফুটবল মাঠে আসা পেলের।
এরপর থেকেই একের পর এক সাফল্যে তাকে পরিপূর্ন করে তোলে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে তার পায়ের জাদুতে মুগ্ধ হতে থাকে পুরো ফুটবল বিশ্ব। ক্লাব থেকে আন্তর্জাতিক ফুটবল, সর্বত্রই নিজ গুনে দ্যুতি ছড়িয়ে ক্যারিয়ারকে করেছিলেন সমৃদ্ধ।
এক নজরে দেখে নেওয়া যাক, সাফল্যে ভরা পেলের রেকর্ডের তালিকা-
১. ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ তিনবার বিশ্বকাপ জিতেছিলেন পেলে।
২. আন্তর্জাতিক ক্যারিয়ারে ৯২ ম্যাচে ৭৭ গোলের রেকর্ড রয়েছে পেলের।
৩. ক্লাব ক্যারিয়ারে ৭৫৭ ম্যাচে ৮১২ গোলের নজির রয়েছে এই ফুটবল সম্রাটের।
৪. চারটি বিশ্বকাপের মঞ্চে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ১২ বার।
৫. সান্তোসের জার্সি গায়ে গোল করেছেন ১২৭টি। ক্লাব ফুটবলের ইতিহাসে এখন পর্যন্ত এক বছরে এটিই সর্বাধিক গোলের রেকর্ড।
৬. সান্তোসের হয়ে প্রতিযোগিতামূলক ৬৫৯ ম্যাচে গোল করেছেন ৬৪৩টি।
৭. সান্তোসকে দুইবার (১৯৬২ ও ১৯৬৩) কোপা লিবার্তোদস খেতাব জিতিয়েছিলেন।
৮. পুরো ক্যারিয়ারে মোট ৯২টি হ্যাটট্রিকের রেকর্ড রয়েছে তার।
৯. ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন ও সান্তোসের তথ্য অনুযায়ী, ক্যারিয়ারের ১৩৬৭ ম্যাচে ১২৩৮ গোল করেছেন তিনি। তবে ফিফার রেকর্ড অনুযায়ী, ১৩৬৬ ম্যাচে ১২৮১ গোলের রেকর্ড তার।