শেরপুরের তিনটি আসনের বিভিন্ন দলের মনোনয়ন–প্রত্যাশীদের প্রায় সবাই ঢাকায় অবস্থান করছেন। নিজ নিজ দলের মনোনয়ন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে তাঁরা সেখানে ব্যস্ত সময় কাটাচ্ছেন বলে জানা গেছে। দলীয় মনোনয়ন ফরম তোলার জন্য কেউ এলাকা থেকে ঢাকায় চলে এসেছেন, আবার কেউ আসছেন। রাতের মধ্যে অনেকেই ঢাকায় পৌঁছবেন।
শুক্রবার সকাল ১০টা থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে
মনোনয়ন ফরম কিনেছেন কিনা জানতে চাইলে শেরপুর -১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক শেরপুর টাইমসকে বলেন, আগামীকাল (শনিবার) ইনশাল্লাহ কিনবো । সেই সাথে মনোনয়নপত্র জমা দিয়ে মনোনয়ন নিশ্চিত করেই আমার প্রিয় শেরপুরের জনগনের কাছে আসবো ইনশাল্লাহ ।
শেরপুর সদর আসনে আওয়ামীলীগ থেকে আরেক মনোনয়ন প্রত্যাশি ও শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু বলেন, সব ঠিক থাকলে আগামী রবিবার মনোনয়ন ফরম কিনবো। আমি আশাবাদী আমিই শেরপুর সদর আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পাব ইনশাল্লাহ ।
এছাড়াও শেরপুরের তিনটি আসনের প্রায় সকল মনোনয়ন প্রত্যাশিরা মনোনয়ন ফরম কিনতে ঢাকায় অবস্থান করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এদিকে নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী শেরপুর জেলায় এবার ১০ লাখ ৩৫ হাজার ৫৮৩ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করবেন । এর মধ্যে শেরপুর সদর আসনে মোট ভোটার ৩ লাখ ৬১ হাজার ৫৩ জন, শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে ৩ লাখ ৪৯ হাজার ১৩৬ জন, শেরপুর-৩ (শ্রীবরদী- ঝিনাইগাতী) আসনে ৩ লাখ ২৫ হাজার ৩৯৪ জন।
আওয়ামী লীগ অফিস সূত্রে জানা যায়, মনোনয়ন ফরম বিক্রির জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবন থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। নতুন ভবনের দোতলা ও তিন তলায় আটটি বিভাগের জন্য আটটি বুথ করা হয়েছে। এসব বুথ থেকে প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। প্রতিটি ফরমের মূল্যে নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৯ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই চলবে ২২ নভেম্বর পর্যন্ত এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ২৯ নভেম্বর। এবছর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।