একনজরে আর্জেন্টিনা স্কোয়াড
গোলরক্ষক
এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (আটালান্টা), জেরোনিমো রুলি (ভিয়ারিয়াল), ফ্রাঙ্কো আর্মানি (রিভার প্লেট)
ডিফেন্ডার
গঞ্জালো মন্তিয়েল (সেভিয়া), নাহুয়েল মলিনা (উদিনেস), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), লুকাস মার্টিনেজ কুয়ার্তা (ফিওরেন্টিনা), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহাম), মার্কোস সেনেসি (ফেয়েনুর্দ), জার্মান পেজেল্লা (রিয়াল বেতিস), লিসান্দ্রো মার্টিনেজ (আয়াক্স), নিকোলাস তালিয়াফিকো (আয়াক্স), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), নেহুয়েন পেরেজ (উদিনেস), মার্কোস আকুনা (সেভিয়া)
মিডফিল্ডার
গুইদো রদ্রিগেজ (রিয়াল বেটিস), লিয়ান্দ্রো পারেদেস (পিএসজি), নিকোলাস ডমিংগুয়েজ (বোলোনিয়া), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন), রদ্রিগো ডি পল (অ্যাটলেটিকো মাদ্রিদ), এজিকুয়েল প্যালাসিওস (বায়ার লেভারকুসেন), জিওভান্নি লো সেলসো (ভিয়ারিয়াল), এমিলিয়ানো বুয়েন্দিয়া (অ্যাস্টন ভিলা)
ফরোয়ার্ড
লিওনেল মেসি (পিএসজি), আলেহান্দ্র পাপু গোমেজ (সেভিয়া), নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্টিনা), লুকাস ওকাম্পোস (সেভিয়া), আনহেল ডি মারিয়া (পিএসজি), আনহেল কোরেয়া (অ্যাতলেতিকো মাদ্রিদ), পাউলো দিবালা (জুভেন্টাস), হোয়াকিন কোরেয়া (ইন্টার মিলান), হুলিয়ান আলভারেজ (রিভার প্লেট), লুকাস আলারিও (বেয়ার লেভারকুসেন), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান)