শেরপুর জেলা ব্যবসায়ীদের সর্বচ্চো সংগঠন শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন শেষ হয়েছে। আজ ১৪ ডিসেম্বর শুক্রবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বেলা সাড়ে ১২ টা থেকে বেলা ২ টা পর্যন্ত জুম্মার নামাজ ও দুপুরের খাবারের বিরতির পর একটানা বিকেল ৪ টা পর্যন্ত এ ভোট গ্রহন চলবে ।
শহরের নিউ মার্কেটস্থ দ্বিতীয় তলায় এ নির্বাচনের ভোট গ্রহনে পৃথক ৩টি গ্রুপের মধ্যে ট্রেড গ্রুপের ২৩ জন, সহযোগী গ্রুপের ৫৩৯ জন এবং সাধারণ গ্রুপ থেকে ১৫০৬ জন ভোটার ভোট দিচ্ছেন। এসব গ্রুপে মোট ১৯ জন পরিচালক পদে লড়ছেন ট্রেড গ্রুপে ২ জনের বিপরীতে ৩ জন সহযোগী গ্রুপে ৫ জনের বিপরীতে ৮ জন এবং সাধারণ গ্রুপে ১২ জনের বিপরিতে ২০ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
নির্বাচনকে কেন্দ্র করে শহরের নিউ মার্কেট এলাকায় বিভিন্ন প্রার্থীর পক্ষে পোষ্টার, ফেস্টুন, লিফলেট ও ব্যানার দিয়ে বর্নিল সাজে সাজানো হয়েছে। ভোটারদের আকৃষ্ট করতে সকাল থেকেই বিভিন্ন প্রার্থীর সমর্থকরা মিছিলে মিছিলে মুখরিত করে রাখে ভোট কেন্দ্রের আশপাশ। আবার কোন কোন প্রার্থী ঘোড়ায় চরে শো-ডাউন করতে দেখা গেছে। আইন শৃংখলা রক্ষায় মোতায়েন ছিল পুলিশ।
শনিবার দুপুরে নির্বাচিত ১৯ পরিচালকের ভোট নির্বাচন করবেন সভাপতি, সিনিয়র সহ সভাপতি এবং জুনিয়র সহ সভাপতি।