জামালপুরের মাদারগঞ্জে এক উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে থানায় জিডি করেছেন কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম।
জানা গেছে, মাদারগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় রোববার। ওই ওয়ার্ডের উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালামকে পাশ কাটিয়ে কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম অফিসের কর্মচারীদের দিয়ে কৃষকদের জন্য নাস্তার খাবার কেনাকাটাসহ প্রশিক্ষণ স্থলের ডেকোরেশন কাজ করান।
প্রশিক্ষণে প্রত্যেক কৃষককের জন্য নাস্তার বরাদ্দ ছিল ৫০ টাকা। কিন্তু নাস্তার কেনাকাটা করা হয় প্রতিজনের জন্য ২৬ টাকা মূল্যের। সোমবার উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম অফিসের রেজিস্টারে নাস্তার জন্য ২৬ টাকা করে খরচের বিষয়টি উল্লেখ করতে চাইলে কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম তাকে নাস্তাবাবদ প্রতিজনের জন্য খরচ ৫০ টাকা লিখতে বলেন। এতে আবুল কালাম রাজি না হলে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়।
কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলামের অভিযোগ, এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম তার দিকে রেজিস্টার খাতা ছুড়ে মারেন। এ ঘটনায় থানায় জিডি করার বিষয়টি স্বীকার করে কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম বলেন, নাস্তার ৫০ টাকার চেয়ে কম খরচ করা হলে সেটা পরবর্তীতে পুরণ করা যাবে। কিন্তু আবুল কালাম তার কাছে অফিসের অন্যান্য বিষয়ে হিসাব চাইছিলেন। একপর্যায়ে আবুল কালাম তার দিকে রেজি্স্টার খাতা ছুড়ে দেন।
মাদারগঞ্জ থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক সোমবার কৃষি অফিসারের জিডি করার বিষয়টি নিশ্চিত করেন।