ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হলো শেরপুরের ঝিনাইগাতী উপজেলার উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যস্থাপনা কমিটির নির্বাচন। ২৪জুলাই সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। ৯ টি পদে ১৮জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। এ নির্বাচনে ৪০জন ডেলিকেট তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২ জন ডিরেক্টর বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হন। চেয়ারম্যান পদে- মোঃ সিদ্দিকুর রহমান, ভাইস চেয়ারম্যান পদে- মোঃ নুরুল ইসলাম, সেক্রেটারী পদে- মোঃ জয়নাল আবেদীন, ট্রেজারার পদে- শ্রী প্রমোদ চন্দ্র রায়, ক অঞ্চলের ডিরেক্টর- এরশাদ হোসেন, খ অঞ্চলের ডিরেক্টর- জাহাঙ্গীর, গ অঞ্চলের ডিরেক্টর- ছামিউল(বিনা প্রতিদ্বন্ধিতায়), ঘ অঞ্চলের ডিরেক্টর- মতিন মিয় এবং ঙ অঞ্চলের ডিরেক্টর- আজাহারুল ইসলাম রতন (বিনা প্রতিদ্বন্ধিতায়) নির্বাচিত হন। গত ১৮জুন নির্বাচনের তফশীল ঘোষনা করা হয়।
নির্বাচন পরিচালনা করেন, জেলা সমবায় কার্য্যালয়ের পরিদর্শক রুকুনুজ্জামান, পরিদর্শক আমির হোসেন ও ঝিনাইগাতী সমবায় কার্য্যালয়ের সহকারী পরিদর্শক (অতিঃদাঃ)আলিমুল আজিম।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।