ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের মনোনয়নপ্রত্যাশী আহাম্মদ উল্লাহ সিদ্দিকী সোহেলকে (৪৫) কুপিয়ে জখম করেছে দুর্বত্তরা। এ সময় বাধা দিতে গেলে সোহেলের স্ত্রী মাহমুদা রহমান মনিকেও (৩৫) মারধর করা হয়।
পরে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে বুধবার মধ্যরাতে উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের উত্তর বনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সোহেল ওই এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের ছেলে। মতিউর রহমান আঠারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন সোহেল। বুধবার মধ্যরাতে সোহেলের বাড়িতে ১০-১৫ জন দুর্বৃত্ত প্রবেশ করে। প্রথম তারা বসতঘরের বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর তারা সোহেলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় সোহেলের চিৎকারে পাশের ঘরে থাকা স্ত্রী মাহমুদা রহমান মনি এগিয়ে আসেন। দুর্বৃত্তরা তাকেও মারধর করে।
আহত সোহেলের বড়ভাই আশরাফ সিদ্দিকী জুয়েল অভিযোগ করে বলেন, রাত পৌনে ৩টার দিকে ১০-১৫ মুখোশধারী দুর্বৃত্ত ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে। তাদের হাতে রামদা, চাপাতি ছিল। তারা আমার ছোট ভাই সোহেলকে হত্যা করতেই কুপিয়ে গুরুতর জখম করে।
তিনি আরও জানান, এরই মধ্যে এলাকার উন্নয়নমূলক কাজ করে সকলের কাছে জনপ্রিয় হয়ে ওঠেছে সোহেল। ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার দরুণ তাকে কুপিয়েছে তারা। জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান তিনি।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পরিদর্শন করি। পরিবারের পক্ষ থেকে এখনো কেউ অভিযোগ করেননি। তবে এ ঘটনায় তদন্ত চলছে, পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।