ঈদের খুশি কেবলমাত্র আনুষ্ঠানিকতা নয়। এটা সকলেরই জানা যে, ঈদ সংস্কৃতি মূলত মানুষকে পরিশুদ্ধ করার জন্য। ধর্মের মূল কাজই হচ্ছে মানুষের মধ্যে জবাবদিহিতা সৃষ্টি করা। জীবন যাপনে স্বচ্ছতা আনয়ন করা, ত্যাগী মানসিকতা সৃষ্টি করা, প্রকৃত মানবতার পক্ষে অবস্থান গ্রহণ করা এবং আল্লাহ রাব্বুল আলামীনের প্রতিটি সৃষ্টির প্রতি তার নির্দেশিত পন্থায় আচরণ করা। গরিব-দুঃখী সবাইকে নিয়ে মিলেমিশে ঈদের আনন্দ ভোগ করা । ঈদে শুধু বিত্তশালীরা আনন্দ করবে এরকম নয় বরং ঈদ সবার জন্য। ধনীরা যেভাবে পোশাক পরে আনন্দ করে গরিবরাও সে আনন্দ করবে। শুধু ধনীরা আনন্দ করবে আর এতিম অসহায়রা আনন্দ থেকে বঞ্চিত থাকবেএটা ঈদের মূল শিক্ষা নয়। ঈদ শব্দের অর্থ আনন্দ বা উদযাপন। আর মোবারক শব্দের অর্থ কল্যাণময়। সুতরাং ঈদ মোবারকের অর্থ হল ঈদ বা আনন্দ উদযাপন কল্যাণময় হোক। তাই আসুন, ঈদের নির্মল আনন্দ ছড়িয়ে দিই সবার মনে-প্রাণে, বুকে বুক মিলিয়ে চলুন সবাই সবার হয়ে বলে যাই।
দেশেবাসী সবাইকে পবত্রি ঈদুল আযহার শুভচ্ছো, ঈদমোবারক।
শাহরিয়ার মিল্টন
সম্পাদক,
শেরপুর টাইমস ডটকম