আসছে ঈদেও দর্শকদের সামনে হাজির হচ্ছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। তবে এবার ঈদেও কোনো সিনেমা নিয়ে হাজির হবেন না এই চিত্রনায়িকা। ঈদকে ঘিরে অন্য কাজ নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। ঈদ উপলক্ষে একটি ফ্যাশন হাউজের মডেল হিসেবে কাজ করেছেন অপু।
এগুলোর মধ্যে শনিবার ‘ফ্যাশন ওয়ার্ল্ড’ ফ্যাশন হাউজের ফটোসেশনে অংশ নিয়েছেন অপু। গৌতম সাহার কোরিওগ্রাফিতে তার বিপরীতে এতে কাজ করেছেন মডেল-অভিনেতা তানভীর। আর ফটোগ্রাফি করেছেন আনোয়ার হোসেন ইনাম।
অপু বলেন, আমি উল্টাপাল্টা কোনো কাজ করে ভক্তদের হতাশ করতে চাই না। আসছে ঈদে বড় পর্দায় কোনো ছবি মুক্তি না পেলেও ঈদকে ঘিরে কিছু কাজ করেছি। এছাড়া দেশের বাইরের বেশকিছু ইভেন্ট নিয়ে কথা চলছে। সব ঠিক থাকলে দেশের বাইরে একটি বড় ফ্যাশন হাউজের উদ্বোধনী শোতে অতিথি হিসেবে যাবো এবার।
এদিকে নতুন ছবিতে কাজের ব্যাপারে অপু বলেন, দুটি ছবির কাজই শেষ পর্যায়ে রয়েছে। এরমধ্যে ‘শর্টকাট’ ছবির শুধু ডাবিং বাকি। আর ‘শুশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবির কিছু সিকোয়েন্সের শুটিং বাকি আছে। ছবিটির কাজ এ পর্যন্ত যতটুকু হয়েছে ভালোই হয়েছে।আমি মনে করি, ভালো কিছুই দর্শকরা পাবেন। দুটি গানের চিত্রায়ন হয়ে গেলেই ছবির কাজটি শেষ হবে।
অপু বিশ্বাস অভিনীত সবশেষ মুক্তি প্রাপ্ত ছবি আব্দুল মান্নান পরিচালিত ‘পাঙ্কু জামাই। এ ছবিতে তার বিপরীতে শাকিব খান অভিনয় করেন।মাঝে একটি তেলের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। আকাশ আমিনের নির্দেশনায় এ কাজটিও সামনে দর্শকরা টিভিতে দেখতে পাবেন।